lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T17:13:53Z
জেলার সংবাদ

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলি জব্দ, দুইজন গ্রেপ্তার

Advertisement

হাজী জাহিদ

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রায়পুরা থানার এসআই ইকবাল ইউসুফ। 

গ্রেপ্তাররা হলেন- রুবেল ওরফে ছোট রুবেল (২৯) উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দীর বাসিন্দা এবং ইমরান আলী (১৯) ওই ইউনিয়নের কাচারিকান্দির বাসিন্দা ।

এসআই ইকবাল ইউসুফ বলেন, “শুক্রবার খবর পেয়ে বাঁশগাড়ী বালুয়াকান্দী এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় একাধিক মামলার আসামি রুবেল ও তার সহযোগী ইমরান আলীকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলে শনিবার আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

রুবেলের নামে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে; তিনি এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।