lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T17:05:36Z
জেলার সংবাদ

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সাধারণ সভা

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ

 ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০ মে শনিবার ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাকে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্য মো. রাজিউর রহমান।  সাধারণ সভায় সভাপতি সবাইকে স্বাগত জানান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর সভাপতির আহবানে সমিতির যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশে শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী।

গত সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হক মঞ্জু। পরে তিনি সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন। সমিতির গত এক বছরের অডিট রিপোর্ট, আয় ব্যয়ের হিসাব ও প্রপ্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্য ডা. মো. মেরাজুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন প্রফেসর আবু বকর সিদ্দিক, মো. রোকনুদ্দিন, মো. মোশারুল হক, মো. এনামুল হক, মো. ইয়াকুব আলী, মো. শাহীন ফেরদৌস, ডা. মেরাজুল ইসলাম প্রমুখ। 

মুক্ত আলোচনায় বেশ কিছু সমস্য চিহ্নিত করা হয় এবং সমস্যা সমাধানের জন্য সদস্যদের বেশ কিছু পরামর্শ গ্রহন করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ৫০ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।