Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:-পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীসহ বিভিন্ন নদী থেকে সমতল ভূমির প্রায় ৩০ ফিট গভীর থেকে দলবদ্ধ হয়ে চলছে পাথর উত্তোলন।
মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাথর উত্তোলনকারীদের কারাদণ্ড দেওয়া হলেও কিছুক্ষণ পরে আবার শুরু হয় পাথর উত্তোলনের মহাউৎসব। এসব নদী থেকে পাথর উত্তোলনের কারণে একদিকে নদী হারাচ্ছে তার সৌন্দর্য অন্যদিকে হারাচ্ছে নদীর নাব্যতা, শুধু তাই নয় নদীর কূলে বসবাসকারী এবং কৃষকরা বলছেন পাথর খেকো'রা তাদের পাথর উত্তোলনের যন্ত্র রডের শিক দিয়ে পরীক্ষা করে দেখে যেখানে পাথর আছে সেখানেই তারা খাত এর সৃষ্টি করে পাথর উত্তোলন শুরু করে।
এতে করে অনেক সময় কৃষি জমি চলে যায় নদীর গর্ভে, ডাকুক নদীসহ আশপাশের নদীগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, লক্ষ লক্ষ টাকার পাথর উত্তোলন করে রেখেছে। নদীর পাড়ের অসহায় কৃষকরা বলছেন এক সময় এই নদী থেকে আমরা বোরো ধান চাষ করে সারা বছরের খাবার ঘরে তুলতাম কিন্তু এখন এই পাথর খেকোদের জন্য আমরা নদীতে সেভাবে বোরো ধান চাষ করতে পারছি না। অনেক সময় আমাদেরকে না খেয়ে থাকতে হয়, আমরা যখন নদীতে বোরো ধান চাষ করতাম নদীর নাভ্যতা বজায় থাকত কিন্তু এখন দেখুন নদীর কোথাও ৩০ ফুট গভীর আবার কোথাও এক হাঁটু পানি আবার কোথাও বালুরচর পড়ে রয়েছে। আবার কোথাও পাথর খেকোরা পাথর পেলে নদীর পাড় ভেঙ্গে পাথর উত্তোলন করছে। মাঝেমধ্যে ভ্রাম্যমান আদালত এসে জেল জরিমানা করলেও ভাববার বিষয় কিছুক্ষণ পর আবার শুরু হয় পাথর উত্তোলন।
এভাবেই নদী থেকে কোটি টাকার পাথর প্রতিদিন হরি লুট হচ্ছে।