lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ মে, ২০২৩
Last Updated 2023-05-20T06:13:17Z
জেলার সংবাদ

দোয়ারাবাজারে সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

Advertisement

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) "দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগ' নামের একটি আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ পোস্ট করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোয়ারাবাজার উপজেলার এক সাংবাদিক। শুক্রবার রাতে দোয়ারাবাজার থানায় জিডিটি করেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ছাতক-দোয়ারাবাজার প্রতিনিধি এবং জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার দোয়ারাবাজার সংবাদদাতা এনামুল কবির মুন্না। 

সাংবাদিক এনামুল কবির মুন্না জানান, শুক্রবার দুপুর থেকে কে বা কারা'দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগ'নামের একটি আইডি থেকে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সহসভাপতি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়া ও মাহমুদুল হাসান শাহজাহান আকন্দ ও আমার ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এতে আমাদের সম্মান ও সুনাম ক্ষুন্ন হয়েছে।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কর্মরত সাংবাদিকবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অপপ্রচারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। দ্রুতই অপরাধীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।