lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ মে, ২০২৩
Last Updated 2023-05-31T11:43:44Z
জাতীয়

পঞ্চগড়ে কাঠফাটা রোদে বিপাকে জনজীবন

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি,

পঞ্চগড়ে আজ কয়দিন থেকে কাঠফাটা রোদে বিপাকে পড়েছে জনজীবন, পঞ্চগড় ঘুরে দেখা গেছে এই প্রচন্ড রোদের তাপে কৃষকরা কৃষি কাজ করতে হিমশিম খাচ্ছে।

পঞ্চগড় মাগুরা ইউনিয়ন এর কৃষক মোঃ রবিউল ইসলাম, এর সাথে কথা বলে জানা যায়। তিনি চার বিঘা ভুট্টা ও দুই বিঘা মরিচ চাষ করেছেন  প্রতিদিন তাকে ৭০ থেকে ১০০ টাকা ঢাকি দরে লোক নিয়ে মরিচ তুলতে হয়। এবং ৩০০ টাকা হাজিরা নিয়ে  ভুট্টা তুলতে হয়। কৃষকদের ধারণা বেশ কদিন থেকে কাঠফাটা রোদ যাচ্ছে বৃষ্টি আসলে ভুট্টা এবং মরিচ এর ভীষণ ক্ষতি হয়ে যাবে তাই তারা বাজার থেকে একটু বেশি দর হলেও কামলা নিয়ে মরিচ এবং ভুট্টা তুলতে ব্যস্ত সময় পার করছেন।

কৃষক রবিউল ইসলাম বলেন প্রচন্ড কাঠফাটা রোদের কারণে মরিচ এবং ভুট্টা তোলার জন্য মানুষ পাওয়া যায় না। তাই বাড়ির লোকজনকে  সাথে  নিয়ে হলেও  রবিউলকে মরিচ তুলতে হচ্ছে, এদিকে প্রথম অবস্থায় শুকনা মরিচ এর বাজার দর ছিল খুব ভালো, এখন মন প্রতি কমে এসেছে ৩ হাজার টাকা, ভুট্টা ছিল ১৫ থেকে ১৬ শত টাকা বস্তা, এখন তা কমে এসেছে ১২ শত থেকে হাজার টাকা বস্তা। 

এদিকে পঞ্চগড় তেতুলিয়া উপজেলা আবহাওয়া অফিস এর কর্মকর্তা জিতেন্দ্র নাথ রয় জানান, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এক সপ্তার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।