lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ মে, ২০২৩
Last Updated 2023-05-19T17:49:52Z
রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বি এন পি'র আয়োজনে জনসমাবেশ

Advertisement

মো:মহিব্বুল্লাহ, মোহাম্মদপুর থানা প্রতিনিধি

১৯ সে মে শুক্রবার রাজধানীর আদাবর শ্যামলী ক্লাব মাঠে কেন্দ্র ঘোষিত বি এন পি চেয়ারপারসন সহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও দশ দফা দাবী আদায়ের লক্ষে ঢাকা মহানগর উত্তর বি এন পি এক জনসমাবেশের আয়োজন করেন।

জনসমাবেশে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল  সহ জাতীয় নেতৃবৃন্দ। 

জুমার নামাজের পর থেকে দলে দলে নেতাকর্মীরা ক্লাব মাঠে জরো হতে থাকে,, এই জনসমাবেশে যোগ দেয় ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বি এন পি, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন; আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে, চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবী আদায় না হবে ততদিনে পর্যন্ত এই আন্দোলন চলবেই।  প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফকরুল বলেন, যতই চেষ্টা করেন পুলিশ দিয়ে, মামলা দিয়ে হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবেন না। অনতিবিলম্বে এই সংসদ বিলুপ্ত করে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে৷ এবং নিরপেক্ষ সরকার ছাড়া বি এন পি নির্বাচনে অংশ গ্রহণ করবে না। 

তিনি আরো বলেন; এ দেশের মানুষ ভোটের অধিকার চায়, ভাতের অধিকার চায়, শান্তিতে বাচতে চায়, এ দাবী শুধু বি এন পির নয় এ দাবী সাধারণ মানুষের। এই দাবী আদায়ের লক্ষে সাধারণ মানুষ আজ রাজপথে নেমে এসেছে, জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না৷ এখনো সময় আছে আমাদের দাবী মেনে নিয়ে, বি এন পির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ, সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে অন্যথায় দেশে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

জনসমাবেশে আরো বক্তব্য রাখেন সকল জাতীয় নেতৃবৃন্দ।