lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-25T13:50:28Z
অপরাধ

ঈদের জামায়াতে জুতাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৪৩ জনের নামে মামলা

Advertisement

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ): 

ঈদের জামায়াতে দু'পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহতের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 মঙ্গলবার (২৪ এপ্রিল) ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঈদের দিন উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজখলা গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে জুতা হারিয়ে যায় এক শিশুর। এনিয়ে প্রথমে গ্রামের জালাল শাহ ও নিহত আবুল কাশেমের লোকজনের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত আবুল কাশেম সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় সোমবার (২৪ এপ্রিল) রাতে নিহতের মা জাহেদা বেগম বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ঈদের জামায়াতে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহতের  ঘটনায় ৪৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ৯ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।