lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-25T09:55:13Z
অগ্নিকান্ড

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ীতে অগ্নিকান্ডে ৮টি ঘর পুরে ছাই !

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ:

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের পাইকপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ২ পরিবারের ৮টি ঘর পুরে ছাই হয়ে যায়।  ২৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।  ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত সাবদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম ও তার ভাই সাইফুল ইসলাম ২৪ এপ্রিল সোমবার রাতে ঘুমিয়ে পরেন। পরে রাত ৩ টায় তাদের উভয়ের বাড়িতে আগুন ধরলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২ ভাইয়ের প্রায় ৮টি ঘর পুরে ছাই হয়ে যায়। এ সময় ১টি গরু, ১টি ছাগল, নগদ ৭০ হাজার টাকা সহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার প্রদীপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েলের আগুন থেকে এ ঘটনার সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। আগুনে অনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।