lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৭ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-27T16:33:40Z
আইন ও অপরাধ

নরসিংদীতে গ্রেফতার ৫, অস্ত্রসহ গাড়ি জব্দ

Advertisement

 


হাজী জাহিদ 

নরসিংদীতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নানা ধরনের অস্ত্রসহ গাড়ি জব্দ করার দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৭ মার্চ) বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

এর আগে রোববার দিবাগত রাতে শিবপুর থানার মুন্সেফেরচর-চরসিন্দুর সড়কের কাঠালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান সুটার গান, দুই রাউন্ড কার্তুজ, দুটি কাটার, একটি পিকআপ গাড়ি, দুটি লোহার পাইপ, একটি লোহার তৈরি বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শিবপুর থানার উত্তর সাধারচর এলাকার মো. মাসুদ মিয়া (৩৩), খড়কমারা এলাকার মো. অহিদুল্লাহ ভূঁইয়া (২৫), বেলাব থানার পশ্চিম পোড়াদিয়ার বিল্লাল হোসেন (৪৮), নেত্রকোনা জেলার কলমাকান্দার সিংপুর এলাকার হোসেন আলী (৫১) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাইনালীভিটার এছাক মিয়া (৬০)।

গ্রেপ্তাররা প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় তিন থেকে ১৬টি পর্যন্ত ডাকাতি ও চুরির মামলা আদালতে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর রাতে শিবপুরের কুমরাদী এলাকার দুই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

অনির্বাণ চৌধুরী আরও জানান, নির্দেশনার পর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে জড়িতদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দা শাখার একটি দল। গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় শিবপুরের কাঠালতলা মোড় এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পাঁচটি গরু চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। চুরি করা গরুগুলো পিকআপে করে নারায়ণগঞ্জের বন্দর থানার হোসেন আলী ও এছাক মিয়ার কাছে বিক্রি করে বলে জানায় তারা।

গ্রেফতাররা নিয়মিতভাবে নরসিংদীসহ বিভিন্ন অঞ্চলে গরু চুরি করে নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন গরুর হাটে নিয়ে বিক্রি করে থাকে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।