Advertisement
মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সাক্ষীকে পিটিয়ে রক্তাক্ত জখম, বাড়িঘর ভাংচুর, শিশুসহ ৪ জন আহত হয়েছে। প্রতিপক্ষরা আহতদের বাড়িতে অবরুদ্ধ করে রাখলে (৯৯৯) পুলিশের সাহায্যের জন্য ডেক্সে ফোন দিলে শুক্রবার দুপুরে পুলিশ তাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ গ্রামের গোলজার মোল্ল্যা ও মুজিবর রহমান সরদারের মধ্য জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ ঘটনায় জাকারিয়া গাজী সাক্ষী দেয়ায় প্রতিপক্ষ মিজান মোল্লা, ফিরোজ মোল্লা, গোলজার মোল্লা সহ ৫০/৬০ জন সাক্ষী জাকারিয়া গাজী (৪০) কে মারপিট করে।
এ সময় তার পিতা ওসমান গাজী(৬৪) বাঁধা দিলে তাকে মারপিট করে আহত করে। পরে জাকারিয়ার বাড়িতে গিয়ে জাকারিয়ার বড় ভাই শহিদুল গাজী(৪৫) কে লাঠিদিয়ে পিটিয়ে রক্ত জখম করে এবং ইট ও শক্ত মাটি ছুড়ে বড়িঘর ভাংচুর করে। এ সময় ৫ মাসের শিশু পুত্র জিসান ফোলা জখম হয়। আহতদের প্রতিপক্ষ গোলজার মোল্লারা অবরুদ্ধ করে রাখে। (৯৯৯) পুলিশের সাহায্যে ডেক্সে ফোন দিলে শুক্রবার দুপুরে পুলিশ তদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।প্রতিপক্ষ গোলজার মোল্লা জানান, সাক্ষির বিষয় জানতে চাইলে জাকারিয়া গাজী তেড়ে উঠলে কথা কাটা কাটি হয়। মারপিটের কোন ঘটনা ঘটেনি।পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, জমি নিয়ে বিরোধে মারপিটে কয়েকজন আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান,আহতরা হাসপাতালে রয়েছে, সুস্থ হয়ে মামলা দিলে তা গ্রহন করা হবে।