lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-28T08:04:53Z
জেলার সংবাদ

মান্দায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

Advertisement

 

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।

এ উপলক্ষে পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ মেলায় আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন বিষয়ে কৃষকদের ধারণা দিতে ১৮টি ষ্টল স্থাপন করা হয়েছে।