lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-10T09:46:14Z
ব্রেকিং নিউজ

রামগড় কালীবাড়ি মহোৎসবে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির আর্থিক অনুদান প্রদান

Advertisement


 

                                                                                      ফারজানা আক্তার,  রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ -             খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শ্রীশ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে ষোড়শপ্রহরব্যাপি শ্রীশ্রী নামসংকীর্তন ও মহোৎসব ২০২৩ এ আর্থিক অনুদান প্রদান করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।                                                     


১০শে ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ২ঘটিকায় রামগড় কালীবাড়ির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও সাধারণ সম্পাদক শুভাশীস দাসের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ষোড়শপ্রহরব্যাপি শ্রীশ্রী নামসংকীর্তন ও মহোৎসব পরিদর্শন ও নগদ ত্রিরিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।


 এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন,পৌর মেয়র রফিকুল আলম কামাল,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল,বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী প্রমুখ।