lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-11T13:03:37Z
রাজনীতি

সালথায় বিএনপির ইউনিয়ন ভিত্তিক পথযাত্রা কর্মসূচি পালিত

Advertisement


 

বিধান মন্ডল (ফরিদপুরে)  প্রতিনিধিঃ-বিদ্যুৎ ,গ্যাস, চাল,ডাল, তেল, লবন,আটাসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার,ডিজেলসহ সমস্ত কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্বির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার,  ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল বন্ধী নেতাকর্মীদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন ভিত্তিক পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে ।


 সারাদেশের ন্যায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে ১১ ফ্রেরুয়ারী সকাল থেকে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন  ইউনিয়নে এই পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সালথা উপজেলায় ৮ টি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির  সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এর নেতৃত্বে রামকান্তুপুর ইউনিয়নে, উপজেলা সেচ্ছাসেবক দলের  আহব্বয়ক হারুন মাতুব্বরের নেতৃত্বে  মাঝারদিয়া ইউনিয়নে,    উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির মোল্লার নেতৃত্বে সোনাপুর ইউনিয়নে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এর নেতৃত্ব গট্টি ইউনিয়নে,   যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিনের নেতৃত্ব আটঘর ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হয়। 


এসময় বিক্ষোভও  করেন নেতৃবৃন্দ। এই সব মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তারা সরকারের পদত্যাগ দাবি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনী দ্রব্যের  মূল্য উর্ধগতি থেকে জনগনের মুক্তি।  বেগম খালেদা জিয়া সহ বন্ধী সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। তারা আরো বলেন, সরকার  রাস্ট্র চালাতে ব্যর্থ হয়েছে,  সরকারের পদত্যাগ চাই। সরকার স্বইচ্ছায় পদত্যাগ না করলে, সরকারকে পদত্যাগ করতে বাঁধ্য করা হবে।