Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:-বরগুনার তালতলী উপজেলার ফাতরার বনে সন্দেহজনক ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। ২৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম এবং স্থানীয়দের মতে যার বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকার এ বিলুপ্তপ্রায় তক্ষক নামক প্রানীটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাত ৮টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনা সময়ে ফাতরার বনে একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়। এরপর তক্ষকটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।
বন বিভাগের ছকিনা বিটের অফিসার মোসাররফ হোসেন বলেন কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে আমাদের নিকট দিলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জঙ্গলে ছেরে দেয়া হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা বলেন, কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করলে রাতে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।