Advertisement
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:-নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মা সার্জিক্যাল ক্লিনিকে আয়া খানম কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে আয়া খাতুন মতির সাথে কথা বলে জানা যায় গত ৯/২/২০২৩ তারিখ ভোর ৬ টার দিকে লক্ষীপাশা মা সার্জিক্যাল ক্লিনিকের আয়ার রুমে অনধিকার প্রবেশ করে সাগর নামের এক ধর্ষক। সে সময় ওই আয়ার মাছুম বাচ্চা কে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে জোর করে ধর্ষণ করে এবং এটি কাউকে জানালে তার বাচ্চা ও তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় সাগর।
লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা তৈল পাম্প এলাকার খড় বিক্রেতা কামরুল সরদারের ছেলে সাগর (২৫) ধর্ষিতা হলেন গোপালগঞ্জ জেলার ইচেখালী গ্ৰামের গোলজার শেখের মেয়ে।
আরও জানা যায়, ধর্ষক সাগরের সাথে ফোন আলাপের মাধ্যমে ওই ক্লিনিকের আয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং সেই সূত্র কে কাজে লাগিয়ে ক্লিনিকের অন্য কাজের মেয়ে সহযোগিতায় সাগর ওই ক্লিনিকে প্রবেশ করে এই ধর্ষণের ঘটনা ঘটায়।
এ ঘটনায় ওই নারী আয়া খানম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আমি পেটের দায়ে এই ক্লিনিকে কাজ করার জন্য এসেছি, আমার স্বামী মারা গেছে দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলেটি মাদ্রাসায় পড়ালেখা করে এবং ছোট ছেলেকে নিয়ে এখানে চাকরি করতে এসে আমার এই অবস্থা হল, আমি ধর্ষণকারী সাগরের কঠিন বিচার দাবি করছি।
অভিযুক্ত ধর্ষণকারী সাগর সরদারের সাথে কথা হলে তিনি বলেন তাদের মধ্যে দীর্ঘদিন পরিচিত ছিল এবং প্রেমের সম্পর্কের মাধ্যমে শারীরিক সম্পর্ক হয়েছে। তবে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ঘটনায় আয়া খানমের স্বজনদের সাথে যোগাযোগ করে দুজনকে পাওয়া গেলেও পরবর্তীতে জানা যায় তারা আপন কেহ নয়। দূর সম্পর্কে পরিচিত।
এ ঘটনায় মা সার্জিক্যাল ক্লিনিক এর মালিক শেখ ওহিদুজ্জামান জাহাঙ্গীর এর সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলেন নাই।
এ ঘটনার পর থেকেই নিরুপায় ওই ক্লিনিকে অবস্থানরত রয়েছেন আয়া খানম।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এ ধরনের কোন ঘটনার আমি কোন অভিযোগ পাই নাই।