lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-11T15:57:55Z
জাতীয়

ধামইরহাটে ১০দিন না যেতেই একই পুকুর থেকে ৩৬ কোটি টাকার মূল্যের রাধাকৃষ্ণের মূতি উদ্ধার করেছে পুলিশ

Advertisement


মোঃ শহিদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:-নওগাঁর ধামইরহাটে ১০দিনের মাথায় একই পুকুর থেকে আবারো ৩৬ কোটি টাকার মূল্যের রাধাকৃষ্ণের মূতি উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। 


গতকাল( ১০ ফেব্রুয়ারি)রাত ১১ টায় ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন অধিনস্ত কুলফুতপুর গ্রামের মৃত আঃ রহিম মন্ডলের ছেলে মোঃ জাহেদুল ইসলাম হেলাল (৪৮) পুকুরে খনন কালে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১ কথিত কষ্টি পাথরের রাধাকৃষ্ণের মূর্তি দেখতে চৌত্রিশ ইঞ্চি দৈঘ্য ১৫ ইঞ্চি প্রস্থ এবং উনপঞ্চাশ কেজি ওজনের রাধাকৃষ্ণের মূর্তিটি দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন,  এসময় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী উপস্থিত থেকে, সাব ইন্সপেক্টর মোঃ মাসুদ রানা, এসআই মোকাররম হোসেনসহ সঙ্গীফোর্স পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।


এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী জানান, ইতিপূর্বে একটি উদ্ধার করা হয়েছিল পরক্ষণে উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে মোঃ জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খননের কাজ করছিল খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখতে পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশকে অবগত করেন। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩৫কোটি টাকা,এই উদ্ধারকৃত রাধাকৃষ্ণের কষ্টিপাথরের মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।