Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:-নাটোরের লালপুরে অবৈধভাবে পাওয়ার ক্রাশারে (মাড়াইকল) আখ মাড়াই বন্ধ করতে অভিযানে ৮টি মাড়াই কল জব্দ করা হয়েছে।
বুধবার( ১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা নর্থ বেঙ্গল সুগার মিলস্ এলাকায় কর্তৃপক্ষ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম, বড়াইগ্রাম-লালপুর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরীফ আল রাজিব, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান নেতৃত্বে ১নং লালপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এবং ৭নং ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর রায়পুর গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় ১। মোঃ বিপ্লব আলী,পিতাঃ জোয়াব আলী,সাং- মোহরকয়া।
২। মোঃ নুরু আলী,পিতাঃ রাহাত আলী,সাং- মমিনপুর।
৩। আব্দুল মালেক,পিতাঃ কলিমুদ্দিন,
সাং- মমিনপুর।
৪। মোঃ মাহাবুল,পিতাঃ চিয়ামত আলী,সাং- দিলালপুর রায়পুর।
৫। মোঃ মাসুদ আলী,পিতাঃ চিয়ামত আলী,সাং- দিলালপুর রায়পুর।
৬। মোঃ পিন্টু মিয়া,পিতাঃ মাজেদ মিয়া,সাং- দিলালপুর রায়পুর।
৭। মোঃ সরোয়ার,পিতাঃ তোফিল, সাং- দিলালপুর রায়পুর।
৮। মোঃ কালাম,পিতাঃ বয়াত আলী,সাং- দিলালপুর রায়পুর।
এদের অবৈধ আঁখ মাড়াই কল জব্দ করেন।


