lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-25T12:02:09Z
অপরাধ

পঞ্চগড় তালমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ

Advertisement


 

 আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড় অমরখানা ইউনিয়ন এর তালমা নদী থেকে অবৈধভাবে ৫ টি ট্রাক্টর দিয়ে সরাসরি নদীর পশ্চিম পাস থেকে নদীর পাড় কেটে বালু এবং মাটি বিক্রয়ের অভিযোগ উঠেছে।


 অভিযোগ সূত্রে জানা যায় অমরখানা ইউনিয়নের বাসিন্দ ধনদেব পাড়া গ্রামের এরশাদ আলীর পুত্র মোঃ রবিউল ইসলাম (৪৫),  থুকুরী পাড়া গ্রামের এলাহি সর্দারের পুত্র,  মোঃ হাসমত আলী (৪৭), মুক্তুল মিস্ত্রি (৪৫),মোঃ আজাদ (৪০), মোঃ আব্দুল বারেক (৪২), এরা সকলেই থুকুরী পাড়ার বাসিন্দা। 

এছাড়াও আরো অজ্ঞাত নামা রয়েছেন চার পাঁচ জন।


 পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়ন এর মধুপাড়া মৌজার তালমা নদীর হাজির ঘাট ব্রিজ সংলগ্ন নদী থেকে প্রতিনিয়ত ট্রাক্টর দিয়ে বালি ও মাটি উত্তোলন করেই চলেছেন। 



এ বিষয়ে সরেজমিনে অমরখানা ইউনিয়ন এর ভূমি সরকারি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (৩৫), সর্ব সাক্ষীদের সামনে দেখতে পায় ৩ টি ট্রাক্টর দিয়ে সরকারি সম্পদ বালু ও মাটি অবৈধ্য ভাবে লুটপাট করে।


ভুমি কর্মকর্তা  মিজানুর রহমান, জানান এ বিষয়ে আমি সরেজমিনে গিয়ে অবৈধভাবে বালু মাটি উত্তোলন বন্ধ করতে বললে তারা উল্টো সরকারী কাজে বাধা দিয়ে আমাকে ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। 


পরে বাধ্য হয়ে আমি পঞ্চগড় সদর থানা বরাবরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন আইনে একটি মামলা দায়ের করি।


কিন্তু ভাববার বিষয় মামলা করার পরেও তাদের কর্মকান্ড অব্যাহত রয়েছে।