Advertisement
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ
গ্রামীণ ব্যাংক ভোলা জোনের অন্তর্ভুক্ত ভোলা সদর এরিয়ার উত্তর জয়নগর দৌলতখান শাখার উদ্যোগে সোমবার (২৩ জানুয়ারি) সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ভোলা জোনের জোনাল ম্যানেজার এস.জি.এম. ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জয়নগর শাখার এরিয়া ম্যানেজার মোঃ সাহেব আলী, শাখা ব্যবস্থাপক নিখিল গোমস্তা প্রমুখ।
কম্বল বিতরণী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক ভোলা জোনের জোনাল ম্যানেজার এস.জি.এম. ফারুক বলেন, আমাদের সমাজে সবচেয়ে অসহায় হচ্ছে হতদরিদ্র দুস্থ শ্রেণির লোক। আর এই হতদরিদ্রের জন্য রয়েছে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্য কর্মসূচি। আর এ সংগ্রামী সদস্য কর্মসূচির আওতায় তাদের জীবনমান উন্নয়নে নিবিড় ভাবে কাজ করে চলেছে গ্রামীণ ব্যাংক। তিনি আরো বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিবেদিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক।