lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-09T12:58:42Z
জাতীয়

বিজেএসসি খুবি সংসদের নেতৃত্বে সাদমান-মশিউর

Advertisement

 


মোঃ মিজানুর রহমান,সটাফ রিপোর্টার খুলনাঃ

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংসদ (২০২৩-২৪) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ। 

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদমান সাকিব ও সাধারণ সম্পাদক মনোনীতত হয়েছেন একই ডিসিপ্লিনের শিক্ষার্থী মশিউর রহমান। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নওরীন আহমেদ নোভা, সহ সভাপতি আল আরাফ মাহাদী প্রিতম ও সাকিব আকবর দিপ্ত। 

এছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নিশাত তামান্না মুমু ও আবদুল্লাহ আল লোফাজ। 

কমিটির অন্যান্য পদসমূহে রয়েছেন সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ খান ও এস এম মোহাইমিনুল ইসলাম। 

দপ্তর সম্পাদক অভিজিৎ দে, উপ-দপ্তর সম্পাদক লোপা ফেরদৌসী মনি। 

অর্থ বিষয়ক সম্পাদক মায়মুনা জামান আলভী। 

প্রচার সম্পাদক হুমায়রা কবির ঝরা, প্রকাশনা সম্পাদক জোবায়দা মহসিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আকিল খান, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদিজাতুল কুবরা। 

সাংস্কৃতিক সম্পাদক রিতু দে, উপ-সাংস্কৃতিক সম্পাদক প্রাণ প্রতীম কুন্ডু৷ নারী বিষয়ক সম্পাদক ইয়াসনিয়া বুলবুল মুনিয়া। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোহাম্মদ উল্লাহ রেজা, কিশওয়ার তাহসিন খান, মো: রাসেল শেখ, প্রভাতি দাশ ও খালিদ আহম্মেদ।