lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-26T09:25:05Z
জেলার সংবাদ

আমতলীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী শুরু

Advertisement

 

মাহতাবুর রহমান,নিজস্ব প্রতিবেদকঃ

২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনা আমতলীতে দুই দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপী প্রদর্শনীর উদ্ভোদন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সেমিনারে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ডক্টর মোঃ আহসান হাবিব। তিনি বলেন বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সকলের কাছে তথ্য প্রযুক্তিকে পৌঁছে দিতে আমরা এ সেমিনারের আয়োজন করেছি, আশা করি সেমিনারের মাধ্যমে মানুষ অনেক অজানাকে জানতে পারবে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিকাশে আমরা কাজ করে যাচ্ছি এবং এ ধারা অব্যাহত রাখবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের সেমিনার যথেষ্ট ভূমিকা রাখে, এই ধরনের কর্মশালা যাতে আরও করা যায় এ ব্যাপারে আমরা চেষ্টা করব। 

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সি.এম. রেজাউল করিম , শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান , আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। মেলায় মোট আটটি স্টলে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়।