lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-07T03:00:42Z
ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে কোয়ান্টামের পিঠা উৎসব

Advertisement


 

আবু সায়েম আকন, ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে কোয়ন্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৩১ শে পদার্পণ উপলক্ষে পিঠা উৎসব, শরীর চর্চা ও ধ্যানসহ নানা আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শহরের কামার পট্টিরোড কোয়ান্টাম প্রশান্তির ভুবনে ৩১ পদের পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। 


সংগঠনের কোয়ান্টামরা হাতে তৈরি দেশিও চিতই, পাটিসাপ্টা, পাকন, মুগ পাকন, পান, মালপোয়া, ভাপা, পুলি সহ বিভিন্ন সুস্বাদু গ্রামবাংলার ঐতিহ্যবাহি পিঠা তৈরি করেন। এসব পিঠা ১০ থেকে ৩০ টাকায় বিক্রি করা হয়। সেই সাথে দেশিও গ্রামবাংলার ঐতিহ্যবাহি পিঠার সাথে পরিচিত হচ্ছে। 


এর আগে টোটাল ফিটনেস ডে উপলক্ষে শীতের তীব্র ভোরে শহরের পৌর মিনিপার্কে শরীর চর্চা ও ধ্যানে মগ্ন হন সংগঠনের শতাধিক সদস্যরা। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম, কোয়ান্টাম নুসরাত জাহান ও রাশেদুল ইসলাম শান্ত প্রমুখ।

কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ অনুষ্ঠানে শতাধিক শিশু, যুবক, তরুণ-তরুণী, নারী ও পুরুষ অংশ নেন।