Advertisement
আলমগীর হুসাইন অর্থঃ-ঘন কুয়াশায় কাজিরহাট - আরিচা নৌরুটে ফেরি চলাচলে স্থবিরতার (থেমে থেমে চলছে ফেরি) কারণে পারাপারের অপেক্ষায় কাজিরহাট ঘাটে অপেক্ষমান রয়েছে প্রায় ৩ শতাধিক পন্যবাহী ট্রাক। যেকারনে সৃষ্টি হয় দীর্ঘ ২ কিলোমিটার যানজট।
কাজিরহাট ফেরিঘাটে অপেক্ষমান ট্রাক শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা ২-৩ ধরে এখানে ফেরির অপেক্ষায় আছে। একস্থানে এত দীর্ঘ সময় বসে থাকায় ও তাদের নিকট পর্যাপ্ত অর্থ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তারা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তারা কাজিরহাট - আরিচা নৌরুটে ফেরি বাড়ানোর জন্য কতৃপক্ষকে অনুরোধ করেন।
কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক ( বানিজ্য) মোঃ ফয়সাল গণমাধ্যম কে বলেন, স্বাভাবিক অবস্থায় যেখানে ২০-২২ টি ট্রিপ হলেও এখন কুয়াশার কারনে ১২-১৫ টি ট্রিপ হচ্ছে। যে কারনে কাজিরহাট ঘাটে অপেক্ষমান ট্রাকের ব্যাপক সিরিয়াল পড়ে গেছে। তবে অতিদ্রুত কুয়াশার প্রকোপ কমে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


