lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-05T12:06:06Z
অপরাধ

আমিনপুরে ৩৬ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Advertisement

 

মীর শাহাদাৎ হোসাইনঃ

পাবনা আমিনপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১৩৬ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

আজ ৫ই জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সুজানগর  সার্কেল এবং আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জহুরুল ইসলাম, এর তত্ত্বাবধানে এসআই  মাহমুদুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এ এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এ এস আই রকিব, এ এস আই আসিফ ও নারী কং ফোর্সসহ আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়ন এর টাংবাড়ী পশ্চিমপাড়া গ্রাম হইতে দুপুর ০১.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ীকে ৩৬ পিস ফেনসিডিল সহ মোছাঃ রিনা বেগম (৩৪) কে গ্রেফতার করেন আমিনপুর থানা পুলিশ। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, মোছাঃ রিনা বেগম (৩৪), পিতা- মোঃ মাসুদ, দক্ষিণ বাসুদেবপুর (জিলাপীপট্টি) থানা- হাকিমপুর, জেলা-দিনাজপুর এবং তাহার বর্তমান ঠিকানা, আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়নের টাংবাড়ী পশ্চিমপাড়ায় বসবাস করেন।