lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-09T11:48:01Z
ব্রেকিং নিউজ

নকল ঔষুধ বাজারজাত করায় জয় ল্যাবরেটরিজকে জরিমানা : প্রতিষ্ঠান সিলগালা

Advertisement


 


পাবনা জেলা প্রতিনিধিঃ-পাবনায় নকল ঔষুধ বাজারজাত করায় ইউনানী কোম্পানি জয় ল্যাবরেটরিজকে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করেছে র‍্যাব-১২, সিপিসি-২। 


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে র‍্যাব পাবনার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায় এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২ এর চৌকস একটি দল পাবনা সদর উপজেলাধীন জালালপুর এলাকায় 'মেসার্স জয় ল্যাবরেটরিজ ইউনানী' প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযান চালিয়ে নকল ঔষুধ ও যৌন উত্তেজক সিরাপসহ এস এস পাউডার জব্দ করে। 


অভিযানের সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর পাবনা জেলার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি।


অভিযানের ভিত্তিতে জয় ল্যাবরেটরিজের সত্ত্বাধিকারী পাবনা পৌরসভার শালগাড়িয়া এলাকার মৃত আলী আকবরের পুত্র মোঃ আলী আজম (৪৫) এর নিকট থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও প্রতিষ্ঠান সিলগালা করে দেয় র‍্যাব পাশাপাশি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর আইন অমান্য করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 


এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নকল ঔষুধ ও যৌন উত্তেজক সিরাপ বাজারজাত করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নং-১০/২০২৩ সাপেক্ষে জয় ল্যাবরেটরিজ ইউনানি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হল। নকল ঔষুধ বাজারজাত এর ফলে রোগীদের সেবনে মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। যৌন উত্তেজক সিরাপ সেবনে মানুষের কিডনি ও ফুসফুস বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে যা সমাজের সকল বয়স্ক মানুষের জন্য হানিকারক ও চরম অবক্ষয়ের দিকে ধাবিত করে।


এ বিষয়ে র‍্যাব পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, যেকোন ধরনের অপরাধ দমনে র‍্যাব-১২ জনগনের জন্য দায়িত্বশীল ও বদ্ধপরিকর। আমাদের জনসাধারণের সকল প্রকার নিরাপত্তার তাগিদে এ সকল অভিযান চলমান থাকবে।