lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-10T03:16:42Z
শিক্ষা

কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব ও পরিসংখ্যান

Advertisement


 

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি:-কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)  আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে ছেলে এককে প্রত্নতত্ত্ব বিভাগ ও মেয়ে এককে পরিসংখ্যান বিভাগ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 


এই  প্রতিযোগিতায় মেয়ে এককে  রানার্স আপ হয়েছে গণিত বিভাগ ও তৃতীয় স্থান অধিকার করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। অন্যদিকে ছেলে এককে রানার্স আপ হয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও তৃতীয় স্থান অধিকার করেছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। 


ম্যাচ শেষে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।


বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন,  'এই প্রতিযোগিতা যারা আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা চাই এই প্রতিযোগিতার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উদয় হোক। যারা ভালো খেলে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। যাতে পরবর্তীতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করতে পারে।'


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন  বলেন, 'আমরা শুধু  শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে চাই না, তার পাশাপাশি অন্যান্য কার্যক্রমের দিক থেকেও এগিয়ে যেতে চাই। আজকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ আমাকে খুব আনন্দিত করেছে।


তিনি আরও বলেন, আমরা চাই নারীর ক্ষমতায়ন সব দিকে বৃদ্ধি পাক। যার জন্য আমরা মেয়েদের জন্যও অন্যান্য খেলার কার্যক্রম চালু করার চেষ্টা করছি। শুধু তাই নয় নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে যারা খেলাধূলা সহ অন্যান্য কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছি। এটা আরও বৃদ্ধি পাবে আগামীতে। 


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই আন্তঃবিভাগ (ছাত্র-ছাত্রী) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১৯টি বিভাগের দল অংশগ্রহণ করছিল।