lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-23T05:01:38Z
অপরাধ

লোহাগড়ায় সরকারি অনুমতি ছাড়া ভিপি সম্পতি থেকে গাছ ও মাটি কাটার অভিযোগ

Advertisement


 

 মোঃ আজিজুর বিশ্বাস,নড়াইলঃ-নড়াইলের লোহাগড়া পৌরসভার পারছাতরা গ্রামে সরকারের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে   ওই গ্রামের মোঃ আবু জাফর নামে। 


লিখিত অভিযোগ সুত্রে  জানা যায়, লোহাগড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের পারছাতরা গ্রামের ৬৮ নং মৌজার এস এ খতিয়ান ৭৮, এস এ দাগ-৩৫২ তে ১৩ শতক জমি ভিপি। ওই গ্রামের আবু জাফর একসনা বন্দোবস্ত এনে উল্লেখিত জমি  ভোগদখল করিতেছেন।সেই  সুবাদে বন্দোবস্তকারি মোঃআবু জাফর বন্দোবস্ত জমিতে থাকা ৮/১০ টি বনজ বৃক্ষ কেটে নিয়ে বিক্রি করেছেন । এঘটনায় লোহাগড়া   পৌরসভার পারছাতরা গ্রামের এস এম মুরাদুজ্জামান গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখ সহকারী কমিশনার (ভুমি) লোহাগড়া, নড়াইল বরাবর একটি অভিযোগ  দাখিল করেন। তিনি আরও বলেন জাফর যে কাজ করেছেন তা সম্পূর্ণ আইনের পরিপন্থী।


এ বিষয়ে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।