Advertisement
ফারজানা আক্তার, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ- খাগড়াছড়ি জেলার রামগড় থানা কর্তৃক ১১ই জানুয়ারী (বুধবার) বিকাল ০৪.০০ টায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃনাজিম উদ্দিন এর নির্দেশে ও ওসি(তদন্ত) রাজীব চন্দ্র কর এর দিকনির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ সামছুল আমিন সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জিআর-৩৭১/২১, রামগড় থানার মামলা নং-০৩, তাং-১৬/১০/২০২১খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক) এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ নুরুন্নবী প্রকাশ নুর নবী(৩৩), পিতা-ধন মিয়া, মাতা-ফুলবানু, সাং-গর্জনতলী, বর্তমানে সাং-শশ্মানটিলা, (কালামিয়া টিলা), ০১নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, থানা-রামগড়, জেলা- খাগড়াছড়ি এর নীজ বাড়ী থেকে করে।
পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে নিশ্চিত হওয়া গেছে।


