lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-11T12:47:53Z
অপরাধ

আজিমনগর স্টেশনে অফিসের তালা ভাংচুর

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ-নাটোরের লালপুরে মদ্যপান অবস্থায়  দুই যুবক আজিমনগর স্টেশনে  আফিসের দরজার তালা ভাংচুর করেছে বলে জানা গেছে। বুধবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।


অভিযুক্তরা হলেন উপজেলার গোপালপুর পৌরসভার মহিষাখোলা ইয়ার কলনীর মৃত হেবার ছেলে সাদ্দাম হোসেন ও কালুপাড়ার মৃত জমসেদের ছেলে জুয়েল।



স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর পৌনে ১টার দিকে ওই দুই যুবক  মদ‍্যপান অবস্থায় আজিমনগর রেলওয়ে স্টেশনে এসে সাধারণ জনসাধারণকে গালিগালাজ করেন। পরে অর্তকিত আফিসের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন।



ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, এ বিষয়ে মৌখিকভাবে তাকে অবহিত করা হয়েছে। স্টেশন কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।