lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-10T06:47:41Z
অপরাধ

কচুয়ায় আওয়ামীলীগ নেতার বাড়িতে ডাকাতি

Advertisement

 


সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম শোকরানা রব্বানী আজাদ হোসেন বালীর বাড়ী ও তার ছোট ভাই আলম বালীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

৯ জানুয়ারী দিবাগত রাত ২ টার দিকে উপজেলার হাজরাখালী গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা আনুমানিক নগদ ১৪ লাখ ৫০ হাজার টাকা,৩৪ ভরি স্বর্ণালংকার,৬ টি মোবাইল,২টা বিদেশী টস লাইট, অফিস ও বাইক এর চাবি লুট করে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়,আনুমানিক রাত ২টার দিকে বাড়ির বিল্ডিং এর পিছনের গ্রিল কেটে ৮ থেকে ১০ জন ডাকাত প্রথমে তার ছোট ভাই আলম বালীর ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র ও রিভলভল ঠেকিয়ে মুখ বেধেঁ বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ সব জিনিস পত্র হাতিয়ে নেয়,পরে আওয়ামীলীগ নেতা গোলাম শোকরানা রব্বানী আজাদ হোসেন বালীর বিল্ডিং এর পিছনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তারপরে তার ছোট ভাই  কে  ডাকাতরা রিভলভল ঠেকিয়ে এনে অসুস্থার ভাব ধরতে বলে তার মাকে রুমের দরজা খুলতে বলে পরে তার মা নাজমেয়ারা বেগম (৮০) রুমের দরজা খুলে দিলে ডাকাতরা ভিতরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে  সব কিছু লুট করে নেয়।

ঘটনা ঘটার পর পরই রাত ৪ টার দিকে আওয়ামীলীগ নেতার ছেলে মোঃ শাওন হোসেন বালী ৯৯৯ নাম্বারে কল দিলে ঘটনা স্থলে পুলিশ এসে  তদন্ত শুরু করেছে। তবে আওয়ামীলীগ নেতা গোলাম শোকরানা রব্বানী আজাদ হোসেন বালী জানান থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি পুলিশ ইতিমধ্যে ঘটনা স্থলে রয়েছে।