lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-07T14:15:09Z
জাতীয়

বেড়ায় কনকনে শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষের

Advertisement


  

হৃদয় হোসাইন-বেড়া-পাবনাঃ উত্তরের জেলা পাবনায় বাড়ছে শীত।হাড় কাঁপানো কনকনে শীত সেই সঙ্গে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও প্রকট করে তুলেছে।শীত ইতোমধ্যেই জেঁকে বসেছে গ্রামীণ জনপদে।দরিদ্র ও খেটে খাওয়া মানুষরা শীত থেকে রক্ষা পেতে পুরাতন গরম কাপড়ের দোকানে ভিড় করছে।কনকনে শীতে পুরাতন কাপড়ের দোকান গুলোতে বিক্রি বেড়েছে জমে উঠেছে ব্যবসা।শীত নিবারণে পুরাতন গরম কাপড় অসহায়ের সহায়।এই শীতে কর্মহীন হয়ে দুর্ভোগে পড়ছে দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ।দিনে সূর্যের দেখা মিলছে মধ্য দুপুরে।সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বেড়া উপজেলার চরাঞ্চলের কৃষক ও খেটে খাওয়া দিনমজুরেরা।



এ অবস্থায় ঠান্ডায় ঠিকমত মাঠে কাজ করতে পারছে না তারা।এতে ব্যাহত হচ্ছে জীবনযাপন। মানুষের পাশাপাশি গবাদি পশুগুলোও ঠান্ডায় ভুগছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগে। ঘনকুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে বাস, ট্রাকসহ সড়কপথের যানবাহন।শীতের তীব্রতা কে উপেক্ষা করে অনেকেই ছুটছেন কর্মস্থলের দিকে।এদিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে।হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। অনেকেই ছুটছেন ফুটপাতে গরম কাপড়ের খোঁজে।শীতের তীব্রতা বাড়ার কারণে প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীরা ভর্তি হচ্ছেন। 


বেড়া উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোছা ফাতেমা তুয জান্নাত বলেন,ঠান্ডাজনিত শিশু রোগী বেড়েই চলছে,ডায়রিয়া নিয়ে বেশ কয়েক জন ভর্তি।তাপমাত্রা কমতে থাকলে ঠান্ডাজনিত রোগী বাড়ার সম্ভাবনা রয়েছে।