lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-26T11:59:42Z
জেলার সংবাদ

পঞ্চগড়ে প্রতিনিয়তই চলছে শতাধিক অবৈধ ট্রাক্টর

Advertisement

 

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে পচি দিয়ে চলছে শত শত  অবৈধ  ট্রাক্টর, পঞ্চগড়ে শহর কিংবা গ্রামে কর্তৃপক্ষকে পচি দিয়ে অদক্ষ চালক এর  মাধ্যমে  চলছে অবৈধ ট্রাক্টর। 

যেই ট্রাক্টর আসে জমিতে গরু দিয়ে হাল দেয়ার  পরিবর্তে ট্রাক্টর দিয়ে হাল দেয়ার জন্য। 

বেশি লাভের আশায় সেই ট্রাক্টরের মালিকরা পেছনে লরি লাগিয়ে অবৈধভাবে চলছে বালু, মাটি এবং পাথর বহন। এতে করে বেড়েছে শহরের যানজট ও সড়ক দুর্ঘটনা, বিশেষ করে দেখা গেছে অল্প মজুরতে অদক্ষ চালক ও শিশু দ্বারা এসব ভারী যানবাহন ট্রাক্টর চালাতে। 

অন্যদিকে  এসব ট্রাক্টরের বিকট শব্দ এলাকা জুড়ে শব্দ দূষণের কারণ হয়েও দাঁড়িয়েছে। 

এ যাবতো দেখা গেছে এসব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অনেক মানুষ অকালে নিহত হয়েছে নিঃস্ব হয়েছে তার পরিবার। 

কোথায় বলে একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না।

 তবুও কর্তৃপক্ষকে পচি দিয়ে চলছে এসব অবৈধ ট্রাক্টর। তাছাড়াও এসব ট্রাক্টরের কারণে নদী খাল বিল এমনকি সড়কগুলোর বেহাল দশায় পরিণত হয়েছে এর আগেও এই ট্রাক্টর নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হলেও কর্তৃপক্ষ উদাসীন।

এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় নাই। পঞ্চগড় ট্রাফিক কর্তৃপক্ষ টি আই এবিষয়ে বলেন আমরা মাঝেমধ্যে ট্রাক্টর এর বিষয়ে  পদক্ষেপ পরিচালনা করি, তবে এ বিষয়ে আরো জানতে হলে আপনাদেরকে পঞ্চগড় পুলিশ সুপারের সাথে কথা বলতে হবে।