lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-01T05:09:23Z
প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

Advertisement


 

"দ্বিতীয়তম মৃত্যুবার্ষিকী"

আমার মা পসেদা খাতুন ইংরেজি ২০২০ ইং সালে রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে, ইংরেজি  ২০২১ ইং সালে ০১/০১/২০২১ ইং তারিখে আমরা মা মৃত্যুবরণ করেন । এই জন্য ২০২৩ ইং সালে ০১/০১/২০২৩ ইং তারিখে আমার মায়ের দ্বিতীয়তম মৃত্যুবার্ষিকী সামান্য  মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করেছি।  সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন আমার মা বেহেস্তবাসী হয়, আল্লাহ যেন নসিব করে, তাই ভাই, বোন, চাচা, চাচি,পাড়া-প্রতিবেশী,   আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী ও আমার সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ সকলের প্রতি আমার অনুরোধ রইলো ,

অনুরোধক্রমে- 

মোঃ মজিবর রহমান শেখ

         সাধারণ সম্পাদক

বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব।   

                      ও

            সহ-সভাপতি 

 ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব।

         ০১৭১৭৫৯০৪৪৪