lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
Last Updated 2022-12-31T08:37:16Z
দুর্ঘটনা

লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।


শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে মুনতাজ মাষ্টার (৬২), নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন(৬০), একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী ( ৩০ )।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান  বিষয়টি নিশ্চিত করেছেন।

লালপুর থানার ওসি জানান, শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।