Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ-বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে নাটোর জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহায়তায় নাটোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২৮ ডিসেম্বর (বুধবার) নাটোর জেলার লালপুর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
সকাল ০৮:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় অবস্থিত নাজিম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারীঃ নাজিম) খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১৩৫০ কেজি চিনি, ৫০কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ১০কেজি ডালডা ২০০০কেজি ভেজাল গুড় জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন। তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে অভিযান পরিচালনায় সহযোগিতা করায় RAB-05 এর সদস্যদের ধন্যবাদ জানান।