Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধি:
দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য শামসুল ইসলাম শামীমের মেয়ে সাদিয়া ইসলাম এশা এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখতে চায়।
ফলাফল প্রকাশের পর এশার এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন, অধ্যবসায়ী ও মেধাবী ছাত্রী সাদিয়া ইসলাম এশা নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবলের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।
কন্যার এ কৃতিত্বে উচ্ছাস প্রকাশ করে সাংবাদিক শামসুল ইসলাম শামীম বলেন, ‘এশা ছোট বেলা থেকেই লেখাপড়ার প্রতি অত্যন্ত মনোযোগী ও স্বপ্নবান। তার এই সাফল্য আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের। সাফল্যের সিড়ি বেয়ে এগিয়ে যেতে আমি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া/আর্শীবাদ কামনা করছি।’
উল্লেখ্য, সাদিয়া ইসলাম এশা ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছিল। তার মা একজন গৃহিণী। তিন বোনের মধ্যে এশা মেঝো।