Advertisement
সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :
বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাচ্চু মোল্যা মার্কেট, আজিজ মোল্যা মার্কেটসহ চারটি মার্কেটে। এতে মনোহরি দোকান, টেইলার্স, বীজ ভাণ্ডার, ওষুধের দোকান, জুতার দোকান ও রেস্টুরেন্টসহ অন্তত ১৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূচনা ঘটে।
বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর প্রথমে মধুখালী ফায়ার সার্ভিস এবং পরে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এ সময় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। বাজারে দোকানপাট বন্ধ থাকায় প্রথমদিকে কেউ বুঝতে পারে নাই। আগুন সরিয়ে পড়ার পর এলাকার লোকজন ছুটে আসেন।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার খালেক শেখ বলেন, আমরা পৌঁছানোর আগেই মধুখালী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। দুই দফা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।