Advertisement
আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনা জেলার ১৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ছয় দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা”-র অংশ হিসেবে ১৮ অক্টোবর, শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে নৃত্য প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
বিচারকের দায়িত্ব পালন করেন সাবিহা সুলতানা সোনিয়া, নাঈম আহমেদ এবং আফরোজা সুলতানা ঝড়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, উদ্যোক্তা ও কবি সৈয়দা সোনিয়া খাতুন, এবং উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল।সঞ্চালনায় ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।
ফলাফল:
ক বিভাগে প্রথম স্থান: আরিনা আয়ান (নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, প্রথম শ্রেণি)
দ্বিতীয় স্থান: উম্মে মোহছিনা নিরবী (সান কিন্ডারগার্টেন স্কুল, প্রথম শ্রেণি)
তৃতীয় স্থান: কৃষ্ণা ঘোষ (স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল, প্রথম শ্রেণি)
খ বিভাগে প্রথম স্থান: ফারিয়া বিনতে ফারুক (নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চম শ্রেণি)
দ্বিতীয় স্থান: বৈশাখী আক্তার (ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, অষ্টম শ্রেণি)
তৃতীয় স্থান: আনিকা কস্তা (শাহীন ক্যাডেট স্কুল, সপ্তম শ্রেণি)
গ বিভাগে প্রথম স্থান: মার্জিয়া মেহজাবিন অথই (কৃষ্ণপুর সরকারি গার্লস হাইস্কুল, দশম শ্রেণি)
দ্বিতীয় স্থান: তুলনা তাসফিয়া (সরকারি শহীদ বুলবুল কলেজ, একাদশ শ্রেণি) আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।