Advertisement
সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) পঞ্চগড়ের ২নং আসনের আওতাধীন জামায়াতে ইসলামীর আয়োজনে দেবীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য জনাব মো. আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নির্বাচন পরিচালক মাওলানা মোঃ আব্দুল বাসেত।
বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, "নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন , দায়িত্বশীলদের মাঝে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নির্বাচনী প্রস্তুতি এবং জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করতে হবে।"
কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা, ভোটার যোগাযোগ, নীতি-নৈতিকতা ও গণসংযোগ কৌশলসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা, গণসংযোগে ভদ্রতা ও জনগণের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হয়। কর্মশালায় পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।