lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-01T14:38:48Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার

Advertisement


 

সজীব আহাম্মেদ,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করা হয়েছে।


বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বানিয়া পাড়ায় এ সংস্কার কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


এলাকাবাসী জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তাটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় তিন শতাধিক মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। অবশেষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এগিয়ে এসে সড়কটি সংস্কার করায় তারা স্বস্তি পেয়েছেন।


এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রাসেল আহম্মেদ বলেন, ফজরের নামাজের পর থেকেই আমাদের কয়েকজন কর্মীকে নিয়ে সড়ক সংস্কারের কাজ শুরু করি। এতে প্রায় পাঁচ মহেন্দ্র মাটি লেগেছে, আরও কিছু মাটি লাগতে পারে। এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের বড় প্রাপ্তি। শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক দায়িত্ব পালন করাও আমাদের কর্তব্য- এই বিশ্বাস থেকেই আমরা এ কাজ করেছি।


এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মোরছালিন ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।