lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-28T08:53:38Z
ব্রেকিং নিউজ

অব‌রো‌ধে আটকা পড়া যাত্রী‌দের পাশে রামগড় বিএ‌ন‌পি পরিবার

Advertisement


 

রামগড় প্রতিনিধি:

খাগড়াছ‌ড়ি‌তে স্কুল পড়ুয়া মারমা কি‌শোরী‌কে ধর্ষ‌নের প্র‌তিবা‌দে জুম্ম ছাত্র জনতার আহুত সকাল সন্ধ‌্যা চলমান সড়ক অব‌রো‌ধের কার‌ণে আটকা পড়া পর্যটক,যাত্রী ও পথচারী‌দের বিশ্রামও খাবা‌রের ব‌্যাবস্থা ক‌রে‌ছে রামগড় বিএন‌পি ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা।

শ‌নিবার রা‌তে ঢাকা ও দে‌শের বি‌ভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়ির উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আসা নৈশ‌কোচ, প্রাই‌ভেটকার ,হাইচসহ প্রায় শতা‌ধিক গা‌ড়ি খাগড়াছ‌ড়ির প্র‌বেশমুখ রামগ‌ড়ে আট‌কা প‌ড়ে।আট‌কে পড়া গা‌ড়ির যাত্রী‌দের পড়‌তে হয় চরম দূ‌র্ভো‌গে।দূ‌র্ভো‌গে পড়া এসব যাত্রী‌দের ম‌ধ্যে নারী পুরুষ ও শিশু র‌য়ে‌ছে।যাত্রী‌দের দূ‌র্ভোগ দে‌খে তা‌দের সাথে কথা ব‌লেন উপ‌জেলা বিএ‌নপির সভাপতি মোঃ জ‌সিম উদ্দীন,পৌর বিএন‌পির সভাপ‌তি মোঃ বাহার উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।এসময় জেলা বিএ‌পির সভাপ‌তি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় প্রায় দুইশত যাত্রীদের জন্য রামগড় বিএনপির পক্ষ থে‌কে পানি,শুকনা খাবার দেওয়া হয় এবং দিনব্যাপী বিশ্রামের ব্যবস্হা করা হয়।বিএন‌পির এমন কাজ আগত যাত্রী‌দের মা‌ঝে বেশ প্রশংসা কু‌ড়ি‌য়ে‌ছে।বাংলা‌দেশ জা‌তিয়তাবাদী  ছাত্রদল এবং রামগড়  জাতীয়তাবাদী ফোরামের কর্মীরা ‌নিরলসভা‌বে যাত্রী‌দের সাহায‌্য ক‌রেন।রামগড় উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন ব‌লেন,গণমানু‌ষের জনন‌ন্দিত নেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশে বিএনপি পরিবার আটকে পড়া মানু‌ষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও যে কোন বিপদে মানু‌ষের পাশে থাকবে।