lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-29T14:34:53Z
মাদক

মহেশখালীতে যৌথ বাহিনীর অভিযান, ৭০০ লিটার চোলাই মদ জব্দ

Advertisement


 

 

নুরুল করিম, (মহেশখালী) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে অভিযান চালিয়ে ৭০০ লিটার চোলাই মদসহ মদ তৈরির উপকরণ জব্দ করেছে যৌথ বাহিনী। 


রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।


গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল হাসান (ই), বিএন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানের সময় নৌ বাহিনীর ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি গোপন কারখানা থেকে আনুমানিক ৭০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় আজু নামে এক ব্যক্তির নেতৃত্বে এই মদের কারখানাটি পরিচালিত হচ্ছিল। উদ্ধারকৃত সব চোলাই মদ সেখানেই আগুন দিয়ে ধ্বংস করা হয়।


অভিযান প্রসঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল হাসান (ই), বিএন বলেন, ‘দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে পারে, সে জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। পূজার সব কার্যক্রম যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’