lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-29T14:32:00Z
ব্রেকিং নিউজ

পোরশা রোগা গরু জবাই করে কম দামে বিক্রির চেষ্টা: জরিমানা আদায়

Advertisement


 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে কিটোসিস রোগে আক্রান্ত  অসুস্থ গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে তিন কসাইয়ের বিরুদ্ধে। 

রবিবার  সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের সারাইগাছি মোড় বাজারে এ ঘটনা ঘটে।  তিন কসাই হলেন  একই ইউনিয়নের সারাইগাছি গ্রামের খোশ মোহাম্মদের ছেলে মোঃ দুলা ও ঈসাআলী ও  সাপাহার উপজেলার ইলিমপুর গ্রামের বেলাল উদ্দিন ।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম  ও প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসেন। ভ্রাম্যমান আদালতে তাদের ৫ হাজার টাকা জরিমানা করে ও মাংস জব্দ করে তুলে নিয়ে যান।

 তিনি আরও বলেন, মাংসের মধ্যে কিটোসিস রোগ বিদ্যমান ছিল যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর । পাশাপাশি মাংসের দোকান ট্রেড লাইসেন্স নিয়ে অফিসে দেখা করার নির্দেশ দেওয়া হয়।

জনগণের উদ্দেশ্য কর্মকর্তারা বলেন  যারা মাংস কিনেছে তারা ফেরত দিয়ে টাকা নিবেন। এবং খোলা বাজারে এরূপ রোগা গরু জবাই করলে প্রশাসনের প্রত্যয়ন নিতে হবে।


নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ওই তিনজন দীর্ঘদিন ধরে গরু কিনে জবাই করে সারাইগাছি মোড়ে সস্তা দামে মাংস বিক্রি করে আসছেন। কম দামে কিভাবে মাংস বিক্রি করছে এ বিষয় নিয়ে বিভিন্ন মহলে আনাগোনা চলছিল।