lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-15T09:07:25Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

Advertisement


 


রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জু বিশ্রামাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রাজজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।


ভার্চুয়ালে বিচারপতি কে.এম. হাফিজুল আলম বলেন এখন থেকে আদালত প্রাঙ্গনে যে সকল বিচার প্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়জনীয় তথ্য নিতে পারবেন। এছাড়াও জেলা লিগাল-এইড এর মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই।


উদ্বোধন অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রাজজ সমরেশ শিল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম।