lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-27T14:56:12Z
ব্রেকিং নিউজ

মধুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

Advertisement


 

হৃদয় শীল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:- রবিবার (২৭ জুলাই)ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভ’ষনা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ছাত্র/ছাত্রীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেককে দুটি করে ফলজ (আম, লিচু, পেয়ারা ইত্যাদি) মোট দুই হাজারটি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এসময় আরো ১৬টি পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়।

বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ভূষণা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহিম ফিরোজ।

এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ।