Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির এই আদেশ দেন।
বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে মসজিদের বারান্দা তোলাকে কেন্ত্র করে গত ২৫ জুলাই দুই দল মুসুল্লির মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এসময ৩০জন আহত হয়।
শনিবার চিকিৎসাধীন অবস্থায় আহত হাদিস নামে এক ব্যক্তি মারা যায়। এ খবর পৌঁছামাত্র দুই গ্রুপের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ১৫টি বাড়িঘর ভাংচুর মালামাল লুট ও ২৯টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এলাকায পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির আশঙ্কায় ২৭ জুলাই রোববার সকাল ১০টা থেকে ২৮ জুলাই সোমবার সকাল ১০টা পযর্ন্ত এ আদেশ বলবৎ থাকবে।
এই সময়ে চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্ন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ আগামীকাল সকাল ১০টা পর্যন্ত কার্যকর থাকবে।