lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-20T03:48:05Z
আইন ও আদালত

বৈধ কাগজ না থাকায় ডেইরি হাবের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি, 

পঞ্চগড়ে ডেইরি হাব নামে একটি তরল দুধ প্যাকেট জাতকরণ কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় বিএসটিআইয়ের বৈধ কাগজ পত্র না থাকায় এবং কারখানাটি অপরিচ্ছন্ন থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিক সোলেমান আলীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।


শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া এলাকায় ওই কারখানায় সেনাবাহিনী পঞ্চগড় ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন ও এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 


অভিযানের সময় পঞ্চগড় খাদ্য অধিদপ্তরের পরিচালক জয়ধর শাহা এবং পঞ্চগড় সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।


এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান জানান, ডেইরি হাবে পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৈধতার জন্য খাদ্য অধিদপ্তর ও বিএসটিআই এর অনুমোতিক্রমে দুধ প্যাকেট জাত করে বাজারে বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়। অন্যাথায় কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে কারখানার মালিক সোলেমান আলীকে সতর্ক করা হয়।


এসময় পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আল আমিন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমাদের এ অভিযান। এমন ভ্যাজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন, মাদক ও মব সৃস্টিকারীর বিরুদ্ধে সেনাবাহিনী সদা প্রস্তুুত, তথ্য দিয়ে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।