Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুজানগর উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলার কয়েকটি ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ছাগল পালন করা হয়। অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে প্রাথমিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের আমির ও পাবনা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক ই আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, বাইতুল মাল সদস্য রফি আহমেদ ফুল। ছাগল বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক ভাবে সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে বিভিন্ন ভাবে সহযোগিতা করে, সমাজে তাদেরকে মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী।