lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-27T15:14:47Z
ব্রেকিং নিউজ

জন্ম ও মৃত্য নিবন্ধনে জেলায় ১ম স্থান অর্জন করেছে রামগড় ইউনিয়ন প্রশাসক রেহান উদ্দিন

Advertisement



মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জানুয়ারী ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত খাগড়াছড়ি জেলার রামগড় সদর ইউনিয়নের জন্ম ও মৃত্যু শতভাগ নিবন্ধন সম্পন্ন করায় শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে জেলায়  প্রথম স্থান অর্জন করেছেন রামগড় সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা  রেহান উদ্দিন।




জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা ট্রান্সফোর্স কমিটির বিশেষ সভায় রামগড় সদর ইউনিয়নকে ১ম নির্বাচিত করা হয়।




রবিবার (২৭ জুলাই) দুপুড়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে হল রুমে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলা প্রশাসক এ, বি, এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন। 



খাগড়াছড়ির ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে জেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ নিশ্চিতকরণে শ্রেষ্ঠ  প্রশাসক নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা ও সদর ইউনিয়ন প্রশাসক ।



এসময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, জেলা সিভিল সার্জন, বিভাগীয় বন কর্মকর্তা খাাগড়াছড়ি মোঃ ফরিদ মিঞা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।