lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৯ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-19T13:31:38Z
আইন ও আদালত

""গঙ্গাচড়ায় এক বাক- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে এজাহার দায়ের"

Advertisement



রংপুর  গঙ্গাচড়া প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় ১৩ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক মাসুদ মিয়া( ৪৭) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আজ শুক্রবার ধর্ষিতার দাদি বাদি হয়ে গঙ্গাচড়া মডেল থানায় এ মামলা করেন। মামলা সূত্রে জানা যায় গত বুধবার দুপুরে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।


বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে দাদি তার নাতনিকে ঘরে রেখে পার্শ্ববর্তী গোডাউনের বাজারে ঔষধ নিতে যায়। এই সুযোগে একই গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের তৃতীয় ছেলে মাসুদ মিয়া ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।


পরে ঔষধ নিয়ে বাড়িতে ঢুকার সময় মাসুদকে বাড়ি থেকে বের হতে দেখতে পান তিনি। এরপর ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী নাতনিকে বিবস্ত্র ও মুমূর্ষু  অবস্থায় শয়ন ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পান তিনি। তখন দাদিকে দেখে নাতনি হাউমাউ করে কান্না করে উঠা, তখন তিনি বুজতে পারেন তার নাতনিকে মাসুদ জোর পূর্বক ধর্ষন করে চলে যায।


এদিকে তার এলাকায় ছেলে মেয়ে না থাকায় দুর দুরন্তে থাকা ছেলে মেয়েদের সাথে পরামর্শ করায় মামলা করতে দেরি হয়। এ ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতিসত্বর আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন স্থানীয় সর্বস্তরের জনগণ ।


এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন মামলাটি গ্রহন করা হয়েছে। দ্রূত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।